Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশফেরতরা মানছেন না কোয়ারেনটাইন, ঝুঁকিতে নীলফামারী


২২ মার্চ ২০২০ ১৩:৩৮

নীলফামারী: নীলফামারীতে বিদেশ থেকে ফেরা আরও ২৩ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এছাড়া গত ১ মার্চ পর্যন্ত দেশে ফেরা ৪৪ জনের হোম কোয়ারেনটাইন শেষ হয়েছে ইতোমধ্যে। তারা সবাই সুস্থ আছেন।

তবে এলাকাবাসীর অভিযোগ হোম কোয়ারেনটাইনে থাকা অনেকেই নিয়ম মানছেন না। ঘরের মধ্যে থাকার কথা থাকলেও অনেকে কোনো কোনো কাজের জন্য প্রকাশ্যে চলাফেরা করছেন। অনেককেই জনবহুল এলাকাসহ হাট-বাজারেও দেখা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় ১৭ মার্চ পর্যন্ত দেশে ফেরা ২৩ জন হোম কোয়ারেটাইনে আছেন। এর মধ্যে ডোমারে ৫ জন, ডিমলায় ৬ জন, সৈয়দপুরে ৪ জন এবং জেলা সদরে ৮ জন। তারা সবাই স্বাস্থ্য বিভাগের নজরদারিতে আছেন। এদের মধ্যে সিঙ্গাপুর থেকে ৪ জন, অস্ট্রেলিয়া থেকে ১ জন, কাতার থেকে ১ জন, মালেয়শিয়া থেকে ৫ জন, ইতালি থেকে ২ জন, জার্মানি থেকে ২ জন, চীন থেকে ১ জন, ভারত থেকে ৩ জন ও ফ্রান্স থেকে ফেরা ২ জন রয়েছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘হোম কোয়ারেনটাইনে থাকা কেউ বাইরে ঘোরাফেরা করছেন এমন তথ্য আমাদের এখনও কেউ জানায়নি। খবর পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, ‘জেলায় নতুন করে আসা আরও ২৩ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।’ হোম কোয়ারেটাইনে থাকা ব্যক্তিরা বাইরে ঘোরাফেরা করছেন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘এমন অভিযোগ এর আগে আমরা পাইনি। বিষয়টি গুরুত্বসহকারে খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

করোনাভাইরাস নীলফামারী হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর