Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: ভারতে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ


২২ মার্চ ২০২০ ১৩:২১ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১৬:৩২

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ মোকাবিলায় ১৪ ঘণ্টার জনতা কারফিউয়ে আছেন ভারতের প্রায় ১০০ কোটি মানুষ। রোববার (২২ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববারের এই জনতা কারফিউ ঘোষণা করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, এই কারফিউয়ের মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি ভারতের আছে কি না – তা পরীক্ষা করা হবে।

এদিকে এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সকল নাগরিককে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান করতে হবে। রাস্তায় নামা যাবে না। যদিও এই প্রক্রিয়া কষ্টকর। তারপরও কষ্টকর এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভবিষ্যতের লড়াইয়ের শক্তি সঞ্চয় করবো। এছাড়াও, কারফিউ চলাকালীন নাগরিকদের নিজ বাসার ব্যালকনি বা বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে বা ঘণ্টা বাজিয়ে স্বাস্থ্যসেবা কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করতে বলেছেন তিনি।

এখন পর্যন্ত ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ৩১৫ জনকে শনাক্ত করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কারফিউয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারতের গণপরিবহন খাতের ওপর। কোনো অভ্যন্তরীণ ও দূরপাল্লার ট্রেন ছেড়ে যায়নি। এছাড়াও ভারতের বিভিন্ন শহর থেকে পাঠানো ছবিতে দেখা গেছে রাস্তাগুলো গাড়িঘোড়া শূন্য।

অন্যদিকে ভারতের রাজস্থানে ৩১ মার্চ পর্যন্ত শাটডাউন এবং গুজরাটের চারটি শহরে ২৫ মার্চ পর্যন্ত শাটডাউন ঘোষণা করা হয়েছে। ভারতের নাগরিকসহ দেশের বাহির থেকে সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোও।

বিজ্ঞাপন

করোনাভাইরাস কোভিড-১৯ জনতা কারফিউ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর