Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক-নার্সদের নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টের নির্দেশ


২২ মার্চ ২০২০ ১৩:০৪ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১৫:২৫

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে করোনায় প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করার নির্দেশ। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দিয়েছেন আদালত।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২২ মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই কমিটির সদস্য হবেন, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক, সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালক।

ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ সব নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়াসহ তিন আইনজীবী। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

করোনাভাইরাস চিকিৎসক নিরাপত্তা সরঞ্জাম হাইকোর্ট

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর