Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোহাগড়ায় ট্রাক-ম্যাজিক গাড়ি সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ১৫


২২ মার্চ ২০২০ ১২:১২ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১৩:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে ট্রাক ও যাত্রীবাহী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহতদের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।

ওই সড়ক দুর্ঘটনায় প্রথমে ১৩ জন মারা যান। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। সেখানে আহত একজনের চিকিৎসা চলছে।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন জানান, লবণবোঝাই একটি ট্রাক কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। আর যাত্রীবোঝাই ম্যাজিক পরিবহনের গাড়িটি লোহাগাড়া এলাকায় স্থানীয় রূটে চলাচল করে। যানবাহন দুটি লোহাগড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

হতাহতরা ম্যাজিক পরিবহনের যাত্রী ছিলেন। ওই গাড়িতে মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৫ জনই মারা গেলেন।

নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, বান্দরবান লামা উপজেলার আজিজনগরের আব্বাস উদ্দিনের দুই ছেলে জসিম উদ্দিন (২৮), বেলাল হোসেন তাওরাত (১৭), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর কালা মিয়ার ছেলে মো. বাদশা (৩৮), কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. আবদুস ছালাম (৭০), লোহাগাড়া উপজেলার চুনতি মিরেরখিল এলাকার আবদুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম (৪০), বড়হাতিয়া কুমিরাঘোনার আবদুল মাবুদের ছেলে মো. রুবেল (২০), আধুনগর লোহারদিঘীর পাড় এলাকার জাফর আহমদ ছেলে জহির উদ্দিন (২৮), উত্তর কলাউজানের আবুল হোসেনের ছেলে মো. এনাম (৪৪), ম্যাজিক গাড়ির চালক চকরিয়া উপজেলার মৃত ছৈয়দ আহমদের ছেলে মো. ফরহাদ (১৫), চকরিয়ার গর্জনিয়া পাহাড় এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সুমন (১৫) এবং লোহাগাড়ার আজিজনগরের আবদুর রশিদ (৫০)।

বিজ্ঞাপন

ওসি জানান, লবণবোঝাই ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটির চালক পালিয়েছেন। তাকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর