Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী জয়


২২ মার্চ ২০২০ ১২:০৬

গাইবান্ধা: গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বিপুল ভোটে জয়ী হয়েছেন। শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ১ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।

বিজ্ঞাপন

সাদুল্যাপুর-পলাশবাড়ী দুই উপজেলার ২০টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৭৫০টি।

আ.লীগ প্রার্থীর জয় গাইবান্ধা-৩ উপনির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর