Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে করোনা নিয়ে অপপ্রচার: মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা গ্রেফতার


২২ মার্চ ২০২০ ১১:৩৫

মানিকগঞ্জ: করোনাভাইরাস নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে মানিকগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন অভিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) রাতে মানিকগঞ্জ জেলা পুলিশের ডিএসবির সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া অভি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা উত্তরখন্ড গ্রামের নওশের আলম মাস্টারের ছেলে।

বিজ্ঞাপন

ডিএসবির সিনিয়র এএসপি হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম জানিয়েছেন, সাদ্দাম হোসেন অভি নামের ওই যুবক তার ফেসবুকে করোনা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে। যে কারণে শনিবার সন্ধ্যার পর দৌলতপুর উপজেলার বাচামারা বাজার থেকে দৌলতপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(খ)(২)/৩১ ধারা মামলা দায়ের করেছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

করোনাভাইরাস ফেসবুকে অপপ্রচার