বিশ্বব্যাপী আক্রান্ত তিন লাখ; ১৩,০৫৪ জনের মৃত্যু
২২ মার্চ ২০২০ ০৯:৩৭ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১১:১৪
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ বিশ্ব মহামারিতে রোববার (২২ মার্চ) পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন লাখ সাত হাজার ৭২৫ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪ জনের। এছাড়াও চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৯৫ হাজার ৭৯৭ জন।
এদিকে, কোভিড-১৯ রোগ বিশ্বের ১৮৮ দেশে বিস্তৃত হয়েছে। মৃত ও আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এবং সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে রোববার (২২ মার্চ) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৫৭৮ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২৫ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ৮০০ প্রাণহানির ঘটনা ঘটেছে।
এছাড়াও, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশে দেশে বিভিন্ন সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে লকডাউন করে রাখা হয়েছে। নাগরিকদের একে অপরের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্তদের পাঠানো হয়েছে কোয়ারেনটাইনে।
সর্বশেষ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচজন নাগরিকের একজন বাড়িতে কোয়ারেনটাইন অবস্থায় আছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, যে কোনো মুহুর্তে সমগ্র অস্ট্রেলিয়া লকডাউন করা হতে পারে।
প্রসঙ্গত, ডিসেম্বরের ৩১ তারিখ চীনের উহান থেকে ছড়ানো শুরু করে নভেল করোনাভাইরাস। এই ভাইরাস সংক্রমণের ফলে সাধারণত শ্বাস-প্রশ্বাসের সমস্যার সৃষ্টি হয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, অপেক্ষাকৃত বয়স্ক এবং আগে থেকেই শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেনে এমন ব্যক্তিদের অবস্থা বেশি খারাপের দিকে যাচ্ছে।