কোয়ারেনটাইনের জন্য প্রস্তুত ২৬৬টি স্থানের ১৪ হাজার শয্যা
২২ মার্চ ২০২০ ০৭:১০ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১১:০৮
ঢাকা: করোনাভাইরাস বা (কোভিড-১৯) মোকাবিলার প্রস্তুতি হিসেবে এখন পর্যন্ত দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে জন্য ২ শ ৬৬টি স্থান প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ১৩ হাজার ৯৪০ জনকে কোয়ারেনটাইনে রাখা যাবে।
শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসোলেশনের জন্য এখন পর্যন্ত প্রস্তুত ৫ হাজার ২৯৩ বেড
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ঢাকার আশকোনা হজ ক্যাম্পের মতো আরও ২৬৫টি স্থানকে নির্ধারণ করা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনের জন্য। এ সব স্থানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারিতে রাখা হবে। ঢাকার আশকোনা ও দিয়াবাড়ি এই দুইটি কোয়ারেনটাইন কেন্দ্রের দায়িত্বে থাকে সেনাবাহিনী। এছাড়া কাপাসিয়া ও গাজীপুরের বিভিন্ন স্থানে কোয়ারেনটাইনের জন্য প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত মোট ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও এবং দুই জনের মৃত্যু হয়েছে।