Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসোলেশনের জন্য প্রস্তুত ৫ হাজার ২৯৩ শয্যা


২২ মার্চ ২০২০ ০৬:৫৫ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১০:৫১

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি হিসেবে আক্রান্তদের পৃথক করে রাখার ব্যবস্থা বা আইসোলেশনের জন্য দেশে এখন পর্যন্ত ৫ হাজার ২৯৩টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ঢাকায় চারটি হাসপাতালে ৬৫০টি ও বিভাগীয় পর্যায়ে ১ হাজার ৩৫২টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ঢাকা বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগেও প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। যাতে করে আশঙ্কাজনক ক্ষেত্রে যে কাউকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া যায়। এ ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে এক হাজার ২২৩টি, রাজশাহী বিভাগে ৮১৭টি ও খুলনা বিভাগে ৪২৮টি বেড প্রস্তুত করা হয়েছে।

এছাড়া বরিশাল বিভাগে ১৭৪টি, সিলেট বিভাগে ২৭১টি, রংপুর বিভাগে ৪৮৯টি ও ময়মনসিংহ বিভাগে ৫৩৯টি বেড প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশনের জন্য।

ঢাকা বিভাগের কুয়েত মৈত্রী হাসপাতালে ইতোমধ্যেই ২০০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত বলে জানিয়েছে সরকার। এছাড়া রেলওয়ে হাসপাতালে ১০০ শয্যা, মহানগর জেনারেল হাসপাতালে ১৫০ শয্যা ও মিরপুর লালকুঠি হাসপাতালে ২০০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তত করা হয়েছে করোনাভাইরাস মোকাবিলায়।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত মোট ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

আইসোলেশন আক্রান্ত করোনাভাইরাস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর