লোহাগড়ায় ট্রাক-ম্যাজিক গাড়ি সংঘর্ষ, নিহত ১৩
২১ মার্চ ২০২০ ২২:৩১ | আপডেট: ২২ মার্চ ২০২০ ০২:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে ট্রাক ও যাত্রীবাহী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
এস এম রশিদুল হক সারাবাংলাকে বলেন, ‘লবণবোঝাই একটি ট্রাকটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। আর যাত্রীবোঝাই ম্যাজিক পরিবহনের গাড়িটি লোহাগাড়া এলাকায় স্থানীয় রূটে চলাচল করে। যানবাহন দুটি লোহাগড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।’
পুলিশ সুপার জানান, দুর্ঘটনার পর এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ছয় জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিন জনের মৃত্যু হয়।
তবে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।