Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস মোকাবিলায় ওয়ার্ড কমিটি করবে ডিএনসিসি


২১ মার্চ ২০২০ ২২:৩১

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ‍উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে-

১. প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে।

২. এ কমিটি প্রতিটি ওয়ার্ডে যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা, তারা তা মেনে চলছে কি না নিশ্চিত করবে।

৩. কারও কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলে তিনি যদি তা মেনে না চলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা এমনকি বাড়ি লকড করে দেওয়া হতে পারে।

৪. ওয়ার্ডের কোথাও জনসমাগম যেন না হয়, তা নিশ্চিত করা হবে। প্রতিটি ওয়ার্ডে পথচারীদের জন্য সাবান, পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করবে।

৫. প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী এবং মশককর্মীরা রাস্তাঘাটে জীবাণুনাশক তরল ছিটাবে।

৬. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, সচিব মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মঞ্জুর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ওয়ার্ড কমিটি করোনাভাইরাস ডিএনসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর