Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী সন্তুষ্ট, আমরা ভালো আছি: স্বাস্থ্যমন্ত্রী


২১ মার্চ ২০২০ ১৫:৪৫

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্বের অন্যান্য দেশের থেকে আমরা ভালো আছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ভালো আছি বলে বসে থাকলে চলবে না। প্রতিনিয়ত বৈশ্বিক অবস্থার পরিবর্তন হচ্ছে। আমরা জোরদার ব্যবস্থা নিচ্ছি।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা বিমান আসা ও স্থলবন্দরে যাতায়াত আংশিক বন্ধ হয়েছে। পরিস্থিতি অস্বাভাবিক হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জেলায় কোয়ারেনটাইনে ১৪ হাজার জন রয়েছে।’

এ ছাড়া মার্চের ১ তারিখ থেকে এ পর্যন্ত যারা দেশে এসেছে বিমান মন্ত্রণালয় ও স্বরাষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের তালিকা পেয়েছি। ওই তালিকা জেলায় জেলায় পাঠানো হয়েছে। অনেক বিদেশ ফেরত আত্মগোপনে গেছেন। তাদের খুঁজে বের করে কোয়ারেনটাইনে নেওয়া হবে।

জাহিদ মালেক প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর