Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ. লীগের কর্মীরা এজেন্ট বের করে দিয়েছে: রবি


২১ মার্চ ২০২০ ১৪:১৯

ঢাকা: প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের কর্মীরা সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট দের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় ধানমন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেয়োর পর তিনি এ অভিযোগ করেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করা ও শেখ রবিউল আলম রবির প্রধান নির্বাচনি এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয় সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দিয়েছে। ফের আরেকটি ব্যর্থ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। একটি আসনে এমন নির্বাচন না করে ঘোষণা দিলেই পারত।’

তিনি বলেন, ‘সরকার এতো ভিতু যে, করোনা উপেক্ষা করেও মানুষ ভোট দিতে এলো অথচ তাদের ভোট দেওয়ার মতো সুযোগ তারা দিল না। বরং নির্বাচনকে একটি প্রহসনে পরিণত করল তারা। এখন যা চলছে, সেটা নির্বাচনের নামে প্রহসন। এরইমধ্যে ধানের শীষের প্রায় ৮৫০ জন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।’

‘আমি ভোট দিতে পেরেছি, এটি আমার সৌভাগ্য। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না’— বলেন শেখ রবিউল আলম রবি।

আওয়ামী লীগ উপনির্বাচন ধানের শীষ নির্বাচন বিএনপি ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর