Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তদের হামলায় আহত খাদ্যমন্ত্রীর মেয়ে ডা. কৃষ্ণা মজুমদার


২১ মার্চ ২০২০ ০৪:৩৩

ঢাকা: দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণা মজুমদার। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে। শুক্রবার (২০ মার্চ) দুপুর সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ডা. কৃষ্ণা মজুমদার।

ডা. কৃষ্ণা সারাবাংলাকে বলেন, ‘ব্যক্তিগত গাড়ির চালক ছুটিতে থাকায় নিজেই রিকশায় করে বাড়ি ফিরছিলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে একটা ব্যক্তিগত কাজ শেষে রিকশা নিয়ে বাসায় ফিরছিলাম। নীলক্ষেতের কাছে রাস্তায় আসার পড়েই মাস্ক পরে তিনজন মুখোশধারী ব্যক্তি ছুরিকাঘাত করে। এর মধ্যে দুইজন আমার দুই হাত চেপে ধরে ও আরেকজন আমার ডানহাতে ছুরি চালিয়ে আঙ্গুল কাটার চেষ্টা করে। এ সময় তারা আমার কব্জির ওপরেও আঘাত করে। একপর্যায়ে আমি সেখানে চিৎকার করে দৌড়িয়ে পালিয়ে বের হয়ে যাই। রক্তাক্ত অবস্থায় চিকিৎসা নিতে যাই বিএসএমএমইউতে।’

বিজ্ঞাপন

হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা করেছেন দাবি করে ডা. কৃষ্ণা মজুমদার বলেন, ‘এই হামলা সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। কারণ তাদের হাতে গ্লাভস পরা ছিল। হামলাকারীরা আমার হাত দুটোই টার্গেট করেছিল। এই হাতের আঙ্গুল কাটার চেষ্টাকে আমার মনে হচ্ছে আমাকে অকেজো করার চেষ্টা। যাতে আমি ভবিষ্যতে সার্জারি করতে না পারি।’

তবে কারা হামলা করতে পারে এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি এখনই।

এদিকে এ বিষয়ে লালবাগ, নিউমার্কেট, রমনা থানায় যোগাযোগ করা হয় সারাবাংলার পক্ষ থেকে। তবে এ বিষয়ে তারা কেউই এখনো কোনো অভিযোগ পাননি বলে জানান।

অধ্যাপক ডা. কৃষ্ণা মজুমদার খাদ্যমন্ত্রী

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর