Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনসিসি ক্লাবের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ


২০ মার্চ ২০২০ ২২:৫৭ | আপডেট: ২০ মার্চ ২০২০ ২৩:১১

ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্লাবের উদ্যোগে ঢাকা শহরের ফার্মগেট, শ্যামলী, মহাখালীসহ বিভিন্নস্থানে হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়।

শুক্রবার (২০ মার্চ) শ্রমজীবী মানুষের হাতে এ সব স্যানিটাইজার বিতরণ করা হয়।

বিএনসিসি ক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান রাজিব বলেন, ‘ঢাকা শহরের পাবলিক ট্রান্সপোর্টগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা না গেলে করোনাভাইরাস সংক্রামণের হার কমানো কঠিন হয়ে পড়বে। তাই আমরা বিএনসিসি ক্লাবের উদ্যোগে রিকশাচালক ও পাবলিক ট্রান্সপোর্টের চালকদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এটি তাদেরকে নিরাপদ ও সচেতন করার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।’

হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আবু মো. অয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল, যুগ্ম অর্থ সম্পাদক সৈয়দ সোহেল, নির্বাহী সদস্য মো. রাহাদ আমিন, প্রচার সম্পাদক মো. হাবিবুর রাহমানসহ অন্যরা।

বিএনসিসি হ্যান্ড স্যানিটাইজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর