চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যায় গ্রেফতার ১
২০ মার্চ ২০২০ ২২:২৩ | আপডেট: ২০ মার্চ ২০২০ ২২:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দুই কাউন্সিলর প্রার্থীর বিরোধে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে ফেনী জেলার সদর থেকে নেছার উদ্দীন (৩৫) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।
হত্যাকাণ্ডের পর নেছার ফেনীতে গিয়ে আত্মগোপনে ছিলেন বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
গত ১৮ মার্চ রাতে নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের প্রাণহরি দাশ রোডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোরশেদ আক্তার চৌধুরীর নির্বাচনী ক্যাম্পে হামলা করে আনোয়ার জাহিদ তানভীরকে (৪৫) হত্যা করা হয়। আনোয়ার জাহিদ নগরীর পাহাড়তলী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। হত্যাকাণ্ডের পর পুলিশ ওই রাতেই দুজনকে গ্রেফতার করেছিল।
মোরশেদ আক্তার চৌধুরী হত্যাকাণ্ডের জন্য প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে দায়ী করেছিলেন।
মোরশেদ আক্তার ও ইসমাইল উভয়ই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন গ্রুপের নেতা। চট্টগ্রামের রাজনীতিতে একসময় দুজনই প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন। তবে ইসমাইল চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, খুলশী) আসনের সংসদ সদস্য আফছারুল আমিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।