Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে শ্রমজীবীদের দিচ্ছে যুব ইউনিয়ন


২০ মার্চ ২০২০ ২২:০৯

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রামে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিনামূল্যে শ্রমজীবী মানুষদের বিতরণ শুরু করেছে যুব ইউনিয়ন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা, টেরিবাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার সারাবাংলাকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণের এই কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে জেলা কার্যালয়ে স্যানিটাইজার তৈরি শুরু হয়। এরপর প্রায় ৫০০ স্যানিটাইজার শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

বিতরণের সময় জেলা যুব ইউনিয়নের নেতারা বলেন, ‘দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করছে। এই দুর্যোগকালীন সময়কে ব্যবহার করে কিছু ব্যবসায়ী জীবাণুনিরোধক সব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে জনসাধারকে জিম্মি করছে। আর প্রশাসন তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। এই অবস্থায় যুব ইউনিয়ন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে।’

হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ণ বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার, সহ-সভাপতি শ্যামল লোধ, জাবেদ চৌধুরী, রাশিদুল সামির ছিলেন।

এদিকে জেলা ছাত্র ইউনিয়নও হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণের উদ্যোগ নিয়েছে। শিগগিরই সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অ্যানি সেন।

করোনাভাইরাস চট্টগ্রাম হ্যান্ড স্যানিটাইজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর