Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ে গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী


২০ মার্চ ২০২০ ২২:০৩

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে বৈশ্বিক দুর্যোগ করোনা মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ডাক্তার পরিচয় দিয়ে একটি ভয়েস রেকর্ড ছাড়া হয়েছে। এই ডাক্তার তার আত্মীয়ের সঙ্গে কথা বলছেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন ও কিভাবে আসবে ? এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার অর্থই হচ্ছে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা।’

গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কারা এসব গুজব রটাচ্ছে তাদের শনাক্ত করতে সরকারের কারিগরি টিম ও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। যারা এসব করছে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিএনপির প্রতিদিনের ব্রিফিংয়ের কারণেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

আতঙ্ক করোনাভাইরাস গুজব তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর