Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালিয়াকৈরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


২০ মার্চ ২০২০ ১৬:৪৮

গাজীপুর: জেলার কালিয়াকৈরে যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী কায়েস আহমেদ (২৬) গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়ার জানান, উত্তরবঙ্গগামী সঠিবাড়ী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী পিছন দিক থেকে চন্দ্রা ত্রিমোড়গামী মোটরসাইকেলকে চাপা দিলে এক আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। এসময় ওই বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে গেলে ঘটনা স্থলেই কায়েস আহমেদ নামে মোটরসাইকেল আরোহী মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাস চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

গাজীপুর বাসচাপায় নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর