চসিক নির্বাচন স্থগিত চেয়ে সিইসির কাছে আবেদন বিএনপির
২০ মার্চ ২০২০ ১৪:৫৫ | আপডেট: ২০ মার্চ ২০২০ ২২:০৩
চট্টগ্রাম ব্যুরো: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে লিখিত আবেদন করেছে বিএনপি।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান রিটার্নিং কর্মকর্তার কাছে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লেখা চিঠি জমা দেন।
লিখিত আবেদনে বলা হয়েছে, ‘সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। সরকার দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জনসমাগম স্থগিত করতে বলেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন বলেছেন জনসমাগম না করতে। বিএনপি সব রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ করেছে। ভোটারদের মধ্যে ভয় ভীতি কাজ করছে। নিরাপত্তার চেয়ে নির্বাচন বড় হতে পারে না।’
চিঠি দিয়ে বের হয়ে আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন অবিলম্বে স্থগিত করতে হবে। দরকার ছিল আগেই করা। করেনি, এটা তাদের ব্যর্থতা।’
‘আতঙ্ক-অসহায়ত্ব’ নিয়ে প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তারা
এর আগে, দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মেয়র প্রার্থী শাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে আসেন। আমীর খসরু বলেন, ‘মানুষের জীবনের চেয়ে নির্বাচন কি বড় হতে পারে? বাংলাদেশ ঘনবসতিপূর্ণ ১৭-১৮ কোটি মানুষের দেশ। এখানে কিছু হলে এর দায় কে নেবে? নির্বাচন শুধু বন্ধ না, এই মুহূর্তে বন্ধ করা উচিত। এই মুহুর্তে নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দেয়া দরকার। নির্বাচনী কাজে মানুষ যেন যেন বাড়ি বাড়ি না যায়, মেলামেশা না করে। জাতিকে বাঁচাতে হলে নিজ নিজ বাড়িঘরে অবস্থান করতে হবে।’
এসময় এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘তারা (ইসি) কেন এখনো অটল সেটা তারা বলতে পারবে? তারা কী মানুষের জীবন নিয়ে খেলতে চায়? ভোটে তো শুধু নির্বাচন কমিশন নয়, আওয়ামী লীগ-বিএনপি, সাংবাদিক সবাই জড়িত, কেউ তো একা না।’
২৯ মার্চ চসিক নির্বাচনে ইসি অনড় থাকলে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকে তাদের দলীয় অবস্থান নির্ধারণ করবে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন বলেন, ‘মানুষের জন্য রাজনীতি করি, জনগণের সেফটি সবার আগে। মাঠ জরিপ করলে ৮০-৯০ শতাংশ জনগণ আমাদের সাথে আছে। কিন্তু মানুষের নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের সিভিল সার্জন বলেছেন চট্টগ্রাম সবথেকে ঝঁকিপূর্ণ। নির্বাচন এমন প্রক্রিয়া মানুষ সেখানে যাবেই। জনগণের সেফটির জন্য যদি নির্বাচন থেকে সরে যেতে হয় আমি রাজি আছি।’
নগরীর মেহেদিবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান ও নগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ছিলেন।