Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: শ্রীলংকার জাতীয় নির্বাচন স্থগিত


২০ মার্চ ২০২০ ১৩:৩৩ | আপডেট: ২০ মার্চ ২০২০ ১৯:২৪

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রীলংকার জাতীয় নির্বাচন নির্ধারিত তারিখের এক মাস আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের ২৫ তারিখ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) শ্রীলংকার প্রধান নির্বাচন কমিশনার মাহিন্দা দেশপ্রিয় বলেন, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে শ্রীলংকা আগামীকালই করোনাভাইরাস মুক্ত, তবুও আমরা এ নির্বাচন এখন করতে চাই না।

বিজ্ঞাপন

কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে তিনি বলেন, এটা নির্ভর করছে কবে নাগাদ ভাইরাসের প্রকোপ কমবে। নির্বাচন মে, জুন বা জুলাইয়ে হতে পারে। করোনাভাইরাস পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু।

শ্রীলংকায় এ পর্যন্ত ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। চলতি সপ্তাহে দেশটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে। এছাড়া সাড়ে আট লাখ মানুষ বাস করেন এমন একটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবই প্রদেশ থেকে উদ্ভূত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। শুক্রবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাস টপ নিউজ শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর