সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
২০ মার্চ ২০২০ ০৮:৪৫ | আপডেট: ২০ মার্চ ২০২০ ১৩:০৭
ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে (২০ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক।
১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে জন্ম নেন জিল্লুর রহমান। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার সূচনা তার। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাধারণ সম্পাদক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। দলমত নির্বিশেষে তিনি সবার কাছে সমভাবে গ্রহণযোগ্য ছিলেন। কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর আসন থেকে তিনি ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিল্লুর রহমান। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তিন বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমান ছিলেন জিল্লুর রহমানের স্ত্রী। তাদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মৃত্যুবার্ষিকী সাবেক রাষ্ট্রপতি