Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুমার সুন্নাত ও নফল নামাজ বাসায় পড়ার অনুরোধ ইফা’র


২০ মার্চ ২০২০ ১২:৫০ | আপডেট: ২০ মার্চ ২০২০ ১৪:০১

ঢাকা: জুমার সুন্নাত ও নফল নামাজ বাসায় আদায় করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) বাংলাদেশ। পাশাপাশি বিদেশ ফেরত ও সর্দি-কাশি-জ্বরে আক্রান্তদের জুমা’র নামাজের জন্য মসজিদে না গিয়ে বাসায় জোহরের নামাজ আদায় করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের দেড় ঘণ্টা আগে দেওয়া এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিবৃতিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার আগে বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসল্লিদের আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া যারা বিদেশ ফেরত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ, তাদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকতেও অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন- হোম কোয়ারেনটাইন: স্বজনদের মসজিদ-মন্দিরে না যেতে পরামর্শ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার রোধে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। সৌদি আরবসহ মুসলিমপ্রধান দেশগুলো মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আজানের একটি লাইনও বদলে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘বাড়িতে নামাজ আদায় করুন।’

তবে বাংলাদেশে এখন পর্যন্ত মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যারা হোম কোয়ারেনটাইনে আছেন, তাদের এবং স্বজনদের মসজিদে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে করোনাভাইরাসে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশে। বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বলছে, সারাদেশে ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন জানিয়েছেন, তার জেলাতেও একজন বিদেশ ফেরত তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় গণপরিবহন চলাচলসহ দোকানপাট বন্ধ করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেনাবাহিনীকে দুইটি কোয়ারেনটাইন ক্যাম্প পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যমসহ অনেক প্রতিষ্ঠানই কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন কোয়ারেনটাইন জুমার নামাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর