ডোবায় ভেসে উঠল অজ্ঞাতপরিচয় তরুণের লাশ
২০ মার্চ ২০২০ ১১:৩৫ | আপডেট: ২০ মার্চ ২০২০ ১২:২৬
বগুড়া: বগুড়া শহরের প্রথম বাইপাস মহাসড়কের শাকপালা মোড়ে ডায়াবেটিস পার্কের ডোবায় অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ ভেসে উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে ওই পার্কে মর্নিং ওয়ার্ক করার সময় লোকজন লাশটি দেখে থানায় খবর দেয়। পরে শাজাহানপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ বলছে, এখনো লাশের পরিচয় যানা যায়নি। প্রিন্টের একটি টি-শার্ট ও প্যান্ট ছিল তরুণটির গায়ে।
শাজাহানপুর থানারও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে।
অজ্ঞাতপরিচয় তরুণের লাশ উদ্ধার ডোবা থেকে লাশ উদ্ধার লাশ উদ্ধার