Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ৬৯ জন কোয়ারেনটাইনে


২০ মার্চ ২০২০ ০৬:৩৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিদেশ থেকে আসা আরও ৩৬ জনকে হোম কোয়ারেনটাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলার সাতটি উপজেলায় মোট ৬৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত চার দিনে জেলায় মোট ৬৯ জন প্রবাসী দেশে ফিরেছে। এদের মধ্যে বেলকুচিতে ১৪, উল্লাপাড়াতে ১৫, রায়গঞ্জের ৫, সদরে ৬, কাজীপুরে ১৪, শাহাজাদপুর ১০ ও কামারখন্দ ৫ জন রয়েছেন। এদের সবাইকে আগামী ১৪ দিন ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে।

করোনাভাইরাস সাত উপজেলা সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর