Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক নির্বাচন স্থগিতের দাবি সিপিবির


২০ মার্চ ২০২০ ০৫:২২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোশন নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সিপিবি চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবী এবং সাধারণ সম্পাদক অশোক সাহা এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বিদ্যমান পরিবেশ পরিস্থিতি কোনোভাবেই নির্বাচনের জন্য সহায়ক নয়। বরঞ্চ এখন সরকারের বড় দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা। ঘনবসতিপূর্ণ আমাদের বাংলাদেশ বাস্তবেই এ ব্যাপারে বেশ ঝুঁকিপূর্ন। সরকারের সকল শক্তি এই করোনা ভাইরাস প্রতিরোধে যুক্ত করা উচিত।

এছাড়া পরিস্থির সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমনের দাবি জানিয়েছেন।

করোনাভাইরাস চট্টগ্রাম সিটি করপোরেশ সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর