Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকে অভিনয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ, আটক ২


২০ মার্চ ২০২০ ০৩:৩০ | আপডেট: ২০ মার্চ ২০২০ ০৯:৫৭

শেরপুর: নাটকের অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে শেরপুর শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় পরিত্যক্ত রুমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই যুবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের নবীনগর মহল্লার নূর আলীর ছেলে রফিক ও পাকুরিয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে বাদশা মিয়া।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, গত ১৫ মার্চ বিকেলে নাটকে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিউমার্কেট নিয়ে আসে অভিযুক্তরা। এরপর নিউমার্কেট ভবনের দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত রুমে বাদশা মিয়ার সহযোগিতায় তাকে ধর্ষণ করে রফিক। এ ঘটনা গোপন রাখতে নানা ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে সন্ধ্যায় বাসায় পাঠিয়ে দেয় তারা।

পরেরদিন বাড়িতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা। এরপরে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ধর্ষণের ব্যাপারে তাকে অবগত করেন।

ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে রফিক ও বাদশা মিয়াকে আসামি করে কিশোরীর মা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলাটি দায়ের করেন।

অভিনয়ের সুযোগ আটক কিশোরী ধর্ষণ দুই যুবক আটক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর