বিদেশ থেকে এসেই বিয়ে: ৩ বরকে অর্থদণ্ড
২০ মার্চ ২০২০ ০১:৫৫ | আপডেট: ২০ মার্চ ২০২০ ১০:৩০
মৌলভীবাজার: মৌলভীবাজারের সদর ও কুলাউড়া উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের পিঁড়িতে বসায় তিন প্রবাসী বরকে অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধে সচেতনামূলক অভিযানের অংশ হিসেবে তাদের এই জরিমানা করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী সারাবাংলাকে জানান, কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও ভাটেরা এলাকার দু’জন ওমান থেকে দেশে ফিরেছেন। সরকারি আদেশ অনুযায়ী ১৪ দিন তাদের কোয়ারেনটাইনে থাকার কথা। কিন্তু দু’জনের মধ্যে একজন বিয়ের পিঁড়িতে বসেন, আরেকজন অনুষ্ঠান আয়োজন করছিলেন। ফলে তাদের আটক করা হয়।
অন্যদিকে মৌলভীবাজার সদর উপজেলার পৌর কমিউনিটি সেন্টারে গ্রিস ফেরত প্রবাসীর বিয়ের অনুষ্ঠান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেসার উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। এরপর বর ও কনে পক্ষকে ৫০ হাজার টাকা ও কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।