সৌদি ফেরত দুই যাত্রীকে পাঠানো হলো হাসপাতালে
২০ মার্চ ২০২০ ০০:৫৮ | আপডেট: ২০ মার্চ ২০২০ ০১:০৩
ঢাকা: শরীরে উচ্চতাপমাত্রা থাকায় সৌদি আরব থেকে ফেরা দুই যাত্রীকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়া সাজ্জাদ।
তিনি জানান, সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৪০৬ জন যাত্রী বিকেলে বিমানবন্দরে এসে পৌঁছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দুইটি মেডিকেল টিম কাজ করে। স্বাস্থ্য পরীক্ষা করে তাদের দু’জনের শরীরের তাপমাত্রা বেশি পাওয়া যায়। তাদের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ডা. শাহরিয়া সাজ্জাদ জানান, বাকিদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের হোম কোয়ারেনটাইনে পাঠানো হবে।
করোনাভাইরাস শরীরে উচ্চতাপমাত্রা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরব