Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত: রবিউল


১৯ মার্চ ২০২০ ১৯:৪৯

ঢাকা: সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে মনে করেন ঢাকা-১০ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি। তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট হলে, জনগণ স্বাচ্ছন্দে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলামোটরের নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন রবিউল আলম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, ‘আমি নির্বাচনি গণসংযোগে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। নির্বাচন ব্যবস্থাপনার কারণে জনগণের ভোটের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। আমি দ্বারে দ্বারে গিয়ে ভোটদানের বিষয়ে ভোটারদের উৎসাহিত করেছি। তারা সুষ্ঠু ভোটের ওপর গুরুত্বারোপ করেছে। সুষ্ঠু পরিবেশ পেলে তারা কেন্দ্রে গিয়ে ভোট দেবে বলে আমাকে আশ্বস্ত করেছে। যে কারণে আমি বিশ্বাস করি, জনগণ সুষ্ঠু ভোটের পরিবেশ পেলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’

তিনি বলেন, ‘জনগণ অধীর আগ্রহে ভোটের দিনের জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষে ভোট দিয়ে এ সরকারের দুঃশাসনের জবাব দেবে। এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তারা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত জানাতে চায়— শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে, না খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসবে।’

রবিউল আলম বলেন, ‘নির্বাচনের দিন যাতে পরিবেশ স্বাভাবিক থাকে নির্বাচন কমিশনকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ভোট জনগণের অধিকার। তারা যাতে নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে, সে নিশ্চয়তা অবশ্যই নির্বাচন কমিশনকে দিতে হবে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কোনো অপশক্তিকে ভয় পাবেন না। আমি আপনাদের পাশে আছি, থাকব। রাষ্ট্রের মালিকানা আপনাদের। সরকার এবং নির্বাচন কমিশন যদি গ্রহণযোগ্য নির্বাচনের ন্যূনতম নিশ্চয়তা দেয়, তবে জনগণ নিশ্চয়ই ধানের শীষ প্রার্থীকে এ আসনে বিজয়ী করবে।’

বিজ্ঞাপন

প্রার্থী বিএনপি ভোট রবিউল আলম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর