Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়েন্দা প্রযুক্তি দিয়ে করোনাভাইরাস শনাক্ত করছে ইসরায়েল


১৯ মার্চ ২০২০ ১৬:১২ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৮:৪৮

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ নিয়ে সারাবিশ্ব যখন আতঙ্কে তখন ইসরায়েলে স্বয়ংক্রিয় গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে এই ভাইরাস শনাক্তকরনের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ খবর জানিয়েছে সিএনএন।

এই স্বয়ংক্রিয় গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলের সকল নাগরিকের সেলফোন রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার নজরদারিতে আনা হবে। তারপর দেখা হবে করোনাভাইরাস আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির অবস্থান কোথায় এবং তাদের সংস্পর্শে কারা আসছেন। ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) প্রত্যেক নাগরিকের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও সেলফোন নম্বরের ভিত্তিতে আক্রান্তদের খুঁজে বের করবে।

বিজ্ঞাপন

এদিকে, এই স্বয়ংক্রিয় গোয়েন্দা প্রযুক্তি সর্বসাধারণের ওপর প্রয়োগের ব্যাপারে ইসরায়েলের নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই ব্যাপকভাবে ওই প্রযুক্তির ব্যবহারকে নাগরিকদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইসরায়েলে বেনজামিন নেতানিয়াহুর অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ ব্যবস্থায় এই প্রযুক্তি সর্বসাধারণের ওপর ব্যবহার করার অনুমোদন দিয়েছে।

এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সিএনএনকে জানিয়েছেন, যে গতিতে করোনাভাইরাস সারবিশ্বে ছড়াচ্ছে। তাতে এক মুহুর্ত নষ্ট করার কোনো সু্যোগ নেই। কর্তৃপক্ষের গাফিলতির জন্য ইসরায়েল নাগরিকরা প্রাণ হারাবেন, তা মেনে নেওয়া যায় না। তাই বিশেষ ব্যবস্থায় জরুরি ক্ষমতার মাধ্যমে এই প্রস্তাব পাস করা হয়েছে।

ইসরায়েল করোনাভাইরাস কোভিড-১৯ গোয়েন্দা প্রযুক্তি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর