করোনার দোহাই দিয়ে কাজ না কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
১৯ মার্চ ২০২০ ১৫:১৪ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৬:০৯
ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধের পাশাপাশি স্বাভাবিক কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার দোহাই দিয়ে আমরা কাজ কমিয়ে দেব সেটি হবে না। এটা বৈশ্বিক সমস্যা, প্রতিরোধে যা যা করার তা করতে হবে।’
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে করোনা ইস্যুতে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তিনি এ নির্দেশ দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনামন্ত্রী জানান। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আতঙ্ক ছড়িয়ে কাজ নেই। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে রক্ষা করা।’
এ ছাড়া সবাইকে সেলফ কোয়ারেনটাইনে থাকতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখন প্রযুক্তির সময়। তাই প্রযুক্তির মাধ্যমে অনেক কাজই করা যায়। তবে সবাইকে সতর্কভাবেই কাজ করতে হবে। প্যানিক ছড়ানো যাবে না।’
এছাড়া পরিকল্পনামন্ত্রী জানান, বিভাগীয় শহরে করোনার পরীক্ষার সরঞ্জাম রাখার ব্যবস্থা করতে স্বাস্থ্যমন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, এনইসিতে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা একটি সিল বানিয়েছি। যারা বিদেশ থেকে আসবেন এবং কোয়ারেনটাইনে থাকবেন তাদের হাতে সিলটি দেওয়া হবে।’
এছাড়া প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, পরিশ্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।