Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ বিমানের দুবাই ও আবুধাবিগামী সব ফ্লাইট বাতিল


১৯ মার্চ ২০২০ ১৪:৫৫

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমানের দুবাই ও আবুধাবিগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার।

তিনি বলেন, ‘আজ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দুবাই ও আবুধাবি রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের নিয়মিত সব ফ্লাইট বন্ধ করা হয়। ফলে সৌদি, কাতার, ভারত এবং ওমান, মালয়েশিয়ার পর এবার আবুধাবিও বন্ধ হলো।

দুবাই ও আবুধাবি ফ্লাইট বাতিল বাংলাদেশ বিমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর