Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলার ‘সর্বাধিক দায়িত্ব’ চিকিৎসকদের: হেফাজত আমির


১৯ মার্চ ২০২০ ১৪:০৭ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৪:৪০

চট্টগ্রাম ব্যুরো: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলার ‘সর্বাধিক দায়িত্ব’ চিকিৎসকদের বলে মনে করেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। তিনি চিকিৎসকদের নৈতিক দায়িত্ব নিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির এই আহ্বান জানান। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ আনাস মাদানী গণমাধ্যমে আমিরের বিবৃতিটি পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে আহমদ শফী বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) বর্তমানে মহামারি রূপ নিয়েছে। বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আমাদের দেশেও এ ভাইরাস সংক্রমিত হয়েছে এবং অনেকে আক্রান্তও হয়েছেন। এই মুহূর্তে ইসলামি নির্দেশনা হলো- যথাসম্ভব সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা। তবে হতাশ বা আতঙ্কিত হওয়া কখনোই কাম্য নয়। মুসলমান কখনও বালা-মুসিবত দেখে আতঙ্কিত হতে পারে না।’

এ পরিস্থিতিতে সর্বাধিক দায়িত্ব ‘ডাক্তার ভাইদের’ ওপর বর্তায় মন্তব্য করে বিবৃতিতে তিনি বলেন, ‘আপনারাই জাতিকে সেবা ও সাহস দিয়ে সজাগ রাখতে পারেন, সচেতন করতে পারেন। বিগত দিনে বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে আপনারা জাতিকে যারপরনাই সেবা দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেছেন। রোগীর পাশে থেকে অবিরাম সেবা করেছেন।’

‘আপনাদের প্রতি কৃতজ্ঞতাপূর্বক আমার বিনীত আবেদন হলো- এই দুর্যোগ মুহূর্তে আপনারা অগ্রণী ভূমিকা রাখুন। মানব সেবায় এগিয়ে আসুন। সরকারি ব্যবস্থাপনা পর্যাপ্ত না হলে স্বেচ্ছায় বিকল্প উদ্যোগ গ্রহণ করুন। বিভিন্ন উপায় উদ্ভাবন করুন। মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিন। হতাশা আর ভীতি সঞ্চারমূলক কর্মকাণ্ড থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। রোগীকে সেবা প্রদান করা একজন ডাক্তারের নৈতিক দায়িত্ব।’

বিজ্ঞাপন

হেফাজত আমীর বলেন, ‘আমার উদাত্ত আহ্বান হলো- আপনারা মানুষের মনোবল জাগ্রত করুন, সাহস সঞ্চার করুন এবং সতর্কতার সঙ্গে আক্রান্তদের পাশে দাঁড়ান। সেবা প্রদান করুন। এতে আল্লাহ খুশি হবেন। মানুষ আপনদের সেবায় চিরঋণী হয়ে থাকবে। আল্লাহই তাওফীকতাদা।’

করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবিলা শাহ আহমদ শফী হেফাজত আমির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর