Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ থেকে এলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ


১৯ মার্চ ২০২০ ১৩:৪০ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৯:৫৭

ঢাকা:  এই মুহূর্তে দেশের বাইরে থেকে কেউ এলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য যাবতীয় ব্যবস্থা নিতে সিভিল অ্যাভিয়েশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বৃহস্পতিবার হাইকোর্টে এ বিষয়ে রিট করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- করোনা ইস্যুতে আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

রিটে বিদেশ থেকে আসা সব ব্যক্তিকে কমপক্ষে ১৪ দিন বা ততধিক সময় বাধ্যতামূলকভাবে কোয়ারেনটাইনে রাখার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদানের আবেদন করা হয়।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ চার দফা নির্দেশনা দেন।

অন্য তিন দফা নির্দেশনা হচ্ছে— বিদেশ ফেরত সবাইকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেনটাইনে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ; বিদেশ ফেরত ও সন্দেহভাজনদের মেডিকেল চেকআপ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য সচিবের প্রতি নির্দেশ; এবং জেলা প্রশাসনের মাধ্যমে কোয়ারেনটাইনে রাখা ব্যক্তিদের তদারকি করতে জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশ।

আরও পড়ুন- ‘করোনায় কোর্ট বন্ধ বিষয়ে জজরা মিলে সিদ্ধান্ত নেব’

রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলি আকন্দ নিজেই শুনানি করেন। আদালত অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে রেজা-ই রাব্বী খন্দকারের বক্তব্য শোনেন। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী।

বিজ্ঞাপন

এর আগে গত ১৫ মার্চ দেশে করোনাভাইরাস প্রতিরোধে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

করোনা হাইকোর্ট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর