Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোর্ট বন্ধের আবেদনের বিষয়ে পরবর্তী শুনানি ২৩ মার্চ


১৯ মার্চ ২০২০ ১২:১২ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৩:৫৪

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস ইস্যুতে কোর্ট বন্ধের আবেদনের বিষয়ে পরবর্তী শুনানি ২৩ মার্চ দিন ঠিক করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।

রিটের পক্ষে ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আইন উদ্দিন ও সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী হুমায়ুন কবীর পল্লব। রাষ্টপক্ষে ছিলেন ডেপুচি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য।

‘করোনায় কোর্ট বন্ধ বিষয়ে জজরা মিলে সিদ্ধান্ত নেব’

এর আগে গতকাল (১৮ মার্চ) বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানান করোনা ভাইরাস মোকাবিলায় আদালত বন্ধের বিষয়ে সকল বিচারপতিদের নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা ইস্যুতে আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

বুধবার (১৮ মার্চ) করোনা থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন ল’ অ্যান্ড লাইফ সংগঠনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। সেইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর