কোভিড-১৯: একদিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড ইতালিতে
১৯ মার্চ ২০২০ ০১:৪১ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ১০:৪১
ইতালিতে একদিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। যেকোনো দেশের জন্য একদিনে কোভিড-১৯ রোগে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা এটিই। এ নিয়ে দেশটিতে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৭৮।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৮ মার্চ) ইতালিতে কোভিড-১৯ রোগে এই ৪৭৫ জন মারা গেছেন। এর মধ্যে কেবল লোমবারডি এলাকাতেই মারা গেছেন ৩১৯ জন।
আরও পড়ুন- কোভিড-১৯ রোগে যুক্তরাজ্যে একদিনে ৩২ জনের মৃত্যু
ইতালিতে এ পর্যন্ত ৩৫ হাজার ৭১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার জন সেরে উঠেছেন।
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর বিশ্বের প্রায় ১২৫টি দেশে এর অস্তিত্ব শনাক্ত হয়েছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। এর বেশিরভাগই চীনের। আর এই ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৫৮ জনের। তাদেরও বেশিরভাগই চীনা নাগরিক। চীনের পর ইতালিতেই সবচেয়ে বেশি ছড়িয়ে এই প্রাণঘাতী ভাইরাস।
এরই মধ্যে বাংলাদেশেও এই ভাইরাসে ১৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর মধ্যে একজন মারাও গেছেন।