Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ‘খতমে শেফা’য় লাখো মানুষ


১৮ মার্চ ২০২০ ২৩:৫৮ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ০০:৩২

লক্ষ্মীপুর: করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসমাগম এড়ানোর পরামর্শ দেওয়া হলেও লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘খতমে শেফা’। স্থানীয়দের দাবি, তাতে উপস্থিত হয়েছিলেন লাখো মানুষ।

বুধবার (১৮ মার্চ) বাদ ফজর রায়পুর উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া রচিমউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই ‘খতমে শেফা’ অনুষ্ঠিত হয়।

রায়পুরের হায়দরগঞ্জ সাইয়্যেদ মঞ্জিলে ‘খতমে শেফা’র আয়োজনে মুনাজাতের আগে দোয়া বয়ান করেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) হযরত মাওলানা ছাইয়্যেদ মো.আনোয়ার হোসাইন আল-মাদানী। তিনি মোনাজাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্তান্ত থেকে মুক্তি পেতে দোয়া করেন। একইসঙ্গে লক্ষ্মীপুরসহ বাংলাদেশের মানুষে যেন এই ভাইরাসে আক্রান্ত না হন, সে জন্য মোনাজাত করেন।

স্থানীয়রা জানান, দোয়া মাহফিলে লক্ষাধিক লোকের উপস্থতি ঘটে। এ সময় ঈদগাহ ময়দান পরিণত হয় জনসমুদ্রে। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো ময়দান। করোনাভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করেন।

খতমে শেফায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি সাইয়্যেদ মো. তাহের ইজ্জুদ্দীন জাবেরী আল-মাদানী, ঈদগাহ ময়দানের খতিব হযরত মাওলানা সাইয়্যেদ মো. জাহেদ ইজ্জুদ্দীন জাবেরী আল-মাদানী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ, হায়দরগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হায়দরগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. এ কে এম ফজলুল হক।

এদিকে, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আব্দুল গফ্ফার জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে এই জেলায় হোম  কোয়ারেনটাইনে রাখা হয়েছে ২১৪ জনকে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে ২০৯ জনকে।

বিজ্ঞাপন

আর স্থানীয়দের তথ্য বলছে, গত একমাসে বিভিন্ন দেশ থেকে এই জেলায় এসেছেন ৩৬৬২ জন প্রবাসী।

করোনাভাইরাস খতমে শেফা লাখো মানুষের উপস্থিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর