মৌলভীবাজার জেলায় ১৫১ জন হোম কোয়ারেনটাইনে
১৯ মার্চ ২০২০ ০০:০৫ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ০০:১৯
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ১৫১ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, হোম কোয়ারেনটাইনে থাকা ১৫১ জনের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় রয়েছেন ১০ জন, কুলাউড়া উপজেলায় ২৪ জন, জুড়ি উপজেলায় ১৩ জন, বড়লেখা উপজেলায় ১৭ জন, শ্রীমঙ্গল উপজেলায় ৪১ জন, কমলগঞ্জ উপজেলায় ৩৭ জন এবং রাজনগর উপজেলায় ৯ জন। এদের মধ্যে বেশিরভাগই বিদেশ ফেরত। সম্প্রতি তারা দেশে এসেছেন। বাকিরা বিদেশ ফেরত ব্যক্তিদের পরিবারের সদস্য।
তিনি আরও জানান, আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়তে পারে। সম্প্রতি দেশে যেসব প্রবাসী এসেছেন, তাদের মধ্যে সিলেট বিভাগে রয়েছেন কয়েকশ জন।
হোম কোয়ারেনটাইনের বিষয়ে সিভিল সার্জন তউহীদ আহমদ সারাবাংলাকে জানান, কোয়ারেনটাইনে থাকা ব্যক্তি বাড়ির আলাদা কক্ষে থাকবেন। এ সময় পরিবারের অন্য সদস্যদের কাছে যতটা সম্ভব কম যাবেন। মূলত হাঁচি-কাঁশি, হাতের ছোঁয়া যেন অন্য মানুষ না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একেবারেই প্রয়োজন হলে যারা খাবার দিতে আসবেন, তারাও তিন ফুট নিরাপদ দূরত্ব মেনে কোয়ারেনটাইনের রোগীকে খাবার দিতে যাবেন।