Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯ রোগে যুক্তরাজ্যে একদিনে ৩২ জনের মৃত্যু


১৮ মার্চ ২০২০ ২২:৫৯ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ০১:৪১

করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একদিনে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। এটিই এ পর্যন্ত দেশটিতে একদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। বুধবার (১৮ মার্চ) যুক্তরাজ্যের সংশ্লিষ্ট সরকারি দফতর থেকে এ তথ্য জানানো হয়।

দেশটিতে এ পর্যন্ত ২৬২৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ রোগে যুক্তরাজ্যে এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে প্রত্যেকের বয়স ৫৯ বছর এর বেশি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবাই প্রদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়। এর পরপরই ওই প্রদেশে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে ভাইরাসটি। পরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও।

এ ভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ২ লাখেরও বেশি আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর