Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারী ধরতে গিয়ে ক্ষুরের আঘাতে এসআই জখম


১৮ মার্চ ২০২০ ২২:৩০

ঢাকা: রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে ছিনতাইকারীর ক্ষুরের আঘাতে জখম হয়েছেন তেজগাঁও থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

বুধবার (১৮ মার্চ) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম তালুকদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, এসআই নজরুল তার ফোর্স নিয়ে রাতে কারওয়ানবাজারে পেট্রোবাংলা মোড়ে ডিউটিতে ছিলেন। রাত ৯টার সময় একজন ছিনতাইকারী রিকশাযাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ছিনতাই করে পালাচ্ছিল। পুলিশ ওই ছিনতাইকারীর পিছু নিয়ে তাকে পাকড়াও করে।

এ সময় ওই ছিনতাইকারী এসআই নজরুলকে ক্ষুর দিয়ে জখম করেন। এতে এসআই নজরুল আহত হন।

আহত এসআই নজরুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এসআই জখম ছিনতাইকারী তেজগাঁও থানা পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর