Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে কল দিলে শোনা যাবে করোনা সচেতন বার্তা


১৮ মার্চ ২০২০ ২০:২৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ২১:১৪

ঢাকা: মোবাইলে কাউকে কল দিলেই গ্রাহকরা শুনতে পাবেন করোনা সচেতনামূলক বার্তা। দেশের সব মোবাইল অপারেটর এ উদ্যোগ নিচ্ছে। বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় আমরা তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছি। করোনা হটলাইনে এখন দেশের সব অপারেটর থেকে বিনামূল্যে কল করা যাচ্ছে। সচেতনতা আরও বাড়াতে যে কোনো নম্বরে কল করলেই অপেক্ষমাণ সময়ে করোনা সচেতনামূলক বার্তা বেজে উঠবে। শোনা যাবে দুই তিনটি লাইন।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাব উদ্দিন বলেন, ‘এরইমধ্যে রবি এ উদ্যোগ নিয়েছে। গ্রামীণফোনও আজকালকের মধ্যে এ উদ্যোগ নেবে। আমাদের কার্যক্রমও চলমান। দু একদিনের মধ্যে টেলিটকের গ্রাহকরাও যে কোনো নম্বরে কল করলেই অপেক্ষমাণ সময়ে করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক বার্তা শুনতে পাবেন।’

এ দিকে রবি আজিয়াটার এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি তাদের এ উদ্যোগ চালু হয়েছে।

তবে দুপুরের দিকে এয়ারটেল থেকে রবিতে কিংবা রবি থেকে এয়ারটেল নম্বরে কল দিয়েও বার্তা শোনা যায়নি। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, সকালেও ওই বার্তা শোনা গেছে।

করোনাভাইরাস মোবাইল অপারেটর মোবাইল ফোন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর