Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা শনাক্তের কিটসহ চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে চীন


১৮ মার্চ ২০২০ ১৯:৫২ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ২৩:১৯

করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় কিটসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম সহায়তা হিসেবে বাংলাদেশকে দিচ্ছে চীন। ঢাকায় চীনা দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (১৭ মার্চ) চীন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।

বিজ্ঞাপন

পোস্টে বলা হয়, চীনের সহায়তার মধ্যে থাকবে বেশ বড় পরিমাণের করোনা শনাক্ত কিট। এর পাশাপাশি মহামারি ঠেকানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশকে সরবরাহ করবে চীন।

চীনা দূতাবাস বলছে, বাংলাদেশ চীনের বন্ধুরাষ্ট্র। করোনাভাইরাস নিয়ে যে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিরোধে চীন সময়ই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করবে।

করোনাভাইরাস চীনা দূতাবাস

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর