রাজধানীর মোহাম্মদপুরে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
১৮ মার্চ ২০২০ ১৯:১৭ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ২২:৫৬
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক, রিংরোড ও আশেপাশের এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) ছয় ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত গ্যাসপাইপ লাইন মেরামত কাজের জন্য এদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের সুবিধা পাবে না।
গ্যাস সংযোগ ও সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিংয়ের ১০ নম্বর রোড ও রফিক হাউজিংয়ে ক্ষতিগ্রস্ত গ্যাসপাইপ লাইন পরিবর্তন ও সংযোগ প্রতিস্থাপন করা হবে।