Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা


১৮ মার্চ ২০২০ ১৬:৪৮

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান তার নির্বাহী ক্ষমতাবলে এ আদেশ দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘প্রতিদিন সকাল থেকে, বিশেষ করে ছুটির দিন থাকলে দুপুরের পর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে বড় ধরনের জমায়েত হয়। প্রায় লাখো মানুষের সমাগম ঘটে। যেহেতু জমায়েতে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা আছে, তাই সিএমপি কমিশনার স্যার পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছেন।’

‘সৈকতে সার্বক্ষণিকভাবে পুলিশ মোতায়েন থাকবে। দর্শনার্থীদের আপাতত সৈকত এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। একজন, দুজন করেও ঢুকতে পারবে না। একজন-দুজনকে দিলে দেখা যাবে, আস্তে আস্তে বড় জমায়েত হয়ে যায়’ বলেন আবু বক্কর সিদ্দিক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটির বিকেলে পতেঙ্গায় লাখো মানুষের সমাগম ঘটে। করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের সময় এই ধরনের জনসমাগম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আতঙ্ক প্রকাশ করেন। গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সিএমপি এই উদ্যোগ নিয়েছে।

চীনের উহান প্রদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশে এ পর্যন্ত ১৫ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

টপ নিউজ পতেঙ্গা পর্যটক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর