Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকে আজকের মধ্যেই মহামারি ঘোষণার নির্দেশ


১৮ মার্চ ২০২০ ১৬:২৭ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৯:১৩

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসকে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। সম্ভব হলে আজকের (বুধবার, ১৮ মার্চ) মধ্যেই এই ভাইরাসকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতেও বলেছেন আদালত।

বুধবার হাইকোর্টে করোনাভাইরাস নিয়ে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

পরে রিটকারী আইনজীবী হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের বলেন, আমরা আদালতে বলেছি, তিন মাস হয়ে গেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। অথচ এখনো এটিকে সংক্রামক রোগ হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। এছাড়া এই রোগ থেকে রক্ষায় আমরা কয়েকটি নির্দেশনা চেয়েছি। আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে সম্ভব হলে আজ রাতের মধ্যে করোনাকে সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেছেন। আর আমাদের রিটের বিষয়ে আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দিন রেখেছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন হুমায়ুন কবির পল্লব।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। একইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস করোনাভাইরাস নিয়ে রিট টপ নিউজ মহামারি ঘোষণার নির্দেশ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর