Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের আয়োজনে মুজিববর্ষ উদযাপন


১৮ মার্চ ২০২০ ১৬:০৪

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় বনানীর ইকবাল সেন্টারের সামনে ব্যাংকের সৌজন্যে স্থাপিত বঙ্গবন্ধু তোরণের সামনে মুজিব বর্ষের লোগো সংবলিত গেঞ্জি পরে এবং প্ল্যাকার্ড নেড়ে মুজিব শতবর্ষ উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবালের নেতৃত্বে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সমস্ত শাখা অফিসের সামনে সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন

পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসসহ যাবতীয় মহামারী রোগ থেকে মুক্তি কামনায় দোয়া প্রাথর্না করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম মুর্শেদী, এম পি, উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এফসিএমএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দি প্রিমিয়ার ব্যাংক মুজিববর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর