‘বাজার অস্থিতিশীলের চেষ্টা করলে আইনি ব্যবস্থা’
১৮ মার্চ ২০২০ ১৫:২০ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৫:২১
ঢাকা: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। শুধু মজুদই নয়, ওএমএসে চাল বিতরণের জন্য মিলারদের চিঠি দিয়েছি। তারাও বাজারে বিক্রি করবে। আর আটা বিক্রি সবসময় চলছে, চলবে। কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৮ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কোনো ব্যবসায়ী বা মিলার করোনাভাইরাসকে পুঁজি করে যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তা ক্ষমার অযোগ্য। প্রকৃত ব্যবসায়ী ও মিলারদের উচিত মানবতার প্রশ্নে মানুষের সেবা করা।’
তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় এসব বিষয়ে কড়া নজর রাখছে। আমরা আরও মনিটরিং জোরদার করব। সামনে রোজাকে সামনে রেখে যাতে কেউ কোনো প্রকারের অবৈধ ব্যবসা করতে না পারে সে দিকে নজর রাখা হচ্ছে। সরকার চালের দামসহ অন্যান্য খাদ্য দ্রব্যের দামও বাড়তে দেবে না।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমাদের ১৭ লাখ ৩৯ হাজার ৪৯৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। যার মধ্যে গম ৩ লাখ ১৯ হাজার মেট্রিক টন, আর বাকি সব চাল। গতবছর এই মজুদের পরিমাণ ছিল ১৫ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।’
তিনি বলেন, ‘বাড়তি খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নিরুৎসাহিত করার বার্তা আমরা এরই মধ্যে তৈরি করেছি। স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, ব্যবসায়ী এবং এফবিসিসিআইয়ে আজ চিঠি পাঠানো হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের ধরতে পারলে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো।’
তিনি আরও বলেন, ‘২৫ দিন পর হাওরে ধান উঠবে। তাই চিন্তার কোনো কারণ নেই। বাজার নিয়ন্ত্রণে আমাদের ২৫টি মনিটরিং টিম আছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে।’