যুক্তরাষ্ট্রের সবকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস
১৮ মার্চ ২০২০ ১৪:৪৭
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সবকটিতেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সবশেষ ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেল। এতে সেদেশের সকল রাজ্যেই এখন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। খবর বিবিসি।
ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যের গভর্নর জিম জাস্টিস তার রাজ্যে একজন কোভিড-১৯ রোগী শনাক্তের ঘোষণা দিতে গিয়ে বলেন, ‘আমরা জানতাম এটি আসছে।
চীন থেকে উদ্ভূত এ ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬ হাজার ৩০০ জন আক্রান্তের খবর পাওয়া গেছে এবং অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবাই প্রদেশে প্রথম করোনাভাইরস আক্রান্ত রোগী পাওয়া যায়। এর পরপরই ওই প্রদেশে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে ভাইরাসটি। পরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও।
এ ভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ২ লাখ আক্রান্ত হয়েছেন।