Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করল পদ্মা ব্যাংক লিমিটেড


১৮ মার্চ ২০২০ ১৪:৩৫

ঢাকা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করল পদ্মা ব্যাংক লিমিটেড।

বুধবার (১৮ মার্চ) গুলশানে কপোর্রেট হেড-অফিসের সামনে টি-শার্ট পরে প্ল্যাকার্ড প্রদর্শন করেন চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের নেতৃত্বে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর এই উদ্যোগে সামিল হয় পদ্মা ব্যাংক লিমিটেড।

সারাদেশে একযোগে পদ্মা ব্যাংকের ৫৭ শাখায় উদযাপিত হয় এই উৎসব। এছাড়া কেক কেটে ও দোয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ শুরু করে পদ্মা ব্যাংক লিমিটেড।

বছরব্যাপী নানান আয়োজনের মাধ্যমে জন্মশতবর্ষ উদযাপনের ঘোষণা দেন পদ্মা ব্যাংক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

তিনি বলেন, সর্বকালের সেরা বাঙালির জন্মশতবর্ষের এই ক্ষণ প্রেরণা হয়ে থাকবে সবার জন্য। একজন স্বপ্নদ্রষ্টার জন্য আজ কোটি বাঙালি স্বপ্ন দেখছে, নিঃশ্বাস নিচ্ছে স্বাধীন এই দেশে। এছাড়া তিনি জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রীর হাত ধরে আরও এগিয়ে যাবে বাংলাদেশ এই কামনা করেন পদ্মা ব্যাংক চেয়ারম্যান।

পদ্মা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর